রাস্তার পাশে রাখা ট্রাকের পিছনে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক ও আরোহী নিহত

- আপডেট সময় : ১২:১৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ১৬১৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে রাস্তার পাশে রাখা ট্রাকের পিছনে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে।
গেলরাত সাড়ে দশটার দিকে পাটকেলঘাটা থানার মির্জাপুর বাজার সংলগ্ন মহাশ্মশানের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা হলেন, খুলনা আবু নাসের হাসপাতালের হিসাবরক্ষক বাগেরহাট মোড়লগঞ্জ উপজেলার চিংড়াখালী গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে কে এম রোকানুজ্জান লিটু মোল্যা ও একই উপজেলার মৃত বিল্লাল হোসেনের ছেলে একই হাসপাতালের অফিস সহকারি মো: শাকিব হোসেন। স্থানয়ীরা জানান, তালা উপজেলার মির্জাপুর বাজারে সড়কের উপর একটি ট্রাক সার্ভিসিং করার সময় দুর্ঘটনা কবলিত মোটরসাইকে দ্রুত গতিতে এসে ট্রাকের পিছনে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী দু’জনই নিহত হয়।