রাস্তার দুপাশে সারি সারি তালগাছের সৌন্দর্য উপভোগে পিঠা মেলার আয়োজন

- আপডেট সময় : ০৮:২০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৫১ বার পড়া হয়েছে
রাস্তার দুপাশে সারি সারি তালগাছ। তিন কিলোমিটারজুড়ে এই সৌন্দর্য উপভোগে আয়োজন করা হয়েছে পিঠা মেলার। তিনদিন ব্যাপী এই মেলায় সমাগম ঘটেছে হাজারও মানুষের।
৩ কিলোমিটার সড়কজুড়ে সারি সারি তালগাছ। আর তাকে ঘিরেই বসেছে পিঠার মেলা। বিভিন্ন জেলা থেকে পিঠার পশরা সজিয়ে বসেন দোকানীরা।
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাঙ্গার এই সড়কে প্রতিবছরই মেলার আয়োজন করা হয়। যেখানে এ অঞ্চলের বহু মানুষের সমাগম ঘটে। আগতরা সড়কটির সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্বাদ নিতে পারেন বাহারি তাল পিঠারও। এ বছর তালের পাটিসাপটা, জিলাপি ও তালের নাড়ুসহ অন্তত ১৪ ধরনের পিঠা পাওয়াযাচ্ছে মেলায়।
১৯৮৬ সালের দিকে এই তালগাছগুলো রোপন করেছিলেন বর্তমান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তখন তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। উদ্যেশ্য ছিলো বজ্রপাত থেকে রক্ষার পাশাপাশি যোগ হবে বাড়তি সৌন্দয্যও।
প্রতি বছর ভাদ্র-আশ্বিনে বসে বনিল এই আয়োজন। মেলাকে উপলক্ষ করে জামই-মেয়ে আর স্বজনরা এসেছেন প্রতিটি বাড়িতে।