রাশিয়ার তেলের নমুনা চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
রাশিয়ার তেলের নমুনা চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। তিনদিনের মধ্যে পরীক্ষার পর পর্যালোচনা করে আমদানির জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।
নমুনা পরীক্ষার পর দাম ও অন্যান্য খরচ নিয়ে আলোচনা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রাশিয়ার শীর্ষ তেল কোম্পানি রোজনেফটের তেল পুরোপুরি পরিশোধিত নয়। রাশিয়ার জ্বালানি তেলের বৈশিষ্ট্য অনুযায়ী সালফারের পরিমাণ অনেক বেশি থাকায় ব্যবহারের অনুপযোগী। এতে খরচ বেড়ে যাবে। রাশিয়ার অপরিশোধিত তেল খালাসের অপেক্ষা রয়েছে। এসব তেল পরীক্ষ-নিরীক্ষা করবে বাংলাদেশের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। এরপরেই আমদানির চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন।