রাশিয়ার ক্রুড অয়েল বাংলাদেশে পরিশোধন সম্ভব নয় : বিপিসি চেয়ারম্যান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
রাশিয়ার ক্রুড অয়েল বাংলাদেশে পরিশোধন করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বিপিসি চেয়ারম্যান এবিএম আজাদ। জানান, জ্বালানী নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ তার।
সকালে চট্টগ্রামের বিপিসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। আরো বলেন, বাংলাদেশের প্রচলিত মেশিনারিজে এই তেল পরিশোধন করা সম্ভব হচ্ছে না। নিশ্চিত হওয়া গেছে। ফলে রাশিয়া থেকে এই নমুনার ক্রুডঅয়েল আমদানি করা ঠিক হবে না। তবে বিপিসি বিকল্প উৎস খোঁজার চেষ্টা করছে বলেও জানান তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারাবিশ্বে জ্বালানী সংকট শুরুতে বিভিন্ন দেশ থেকে তেল আমদানি করার সিদ্ধান্ত নেয় বিপিসি। এরই অংশ হিসেবে ক্রুড অয়েলের নমুনা পাঠায় রাশিয়া। কিন্তু ইস্টার্ণ রিফাইনারীর ল্যাবে পরীক্ষা নীরিক্ষায় জানা গেছে বাংলাদেশে এই তেল পরিশোধন সম্ভব নয়।