রামপুরা উলনে পিজিসিবি’র পাওয়ার হাউজে অগ্নিকাণ্ড

- আপডেট সময় : ০৮:২০:২০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
রাজধানীর রামপুরা উলনে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ- পিজিসিবি’র পাওয়ার হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকেল সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় রামপুরা, উলন, ওয়াপদা রোড, বিটিভি সেন্টার ও বনশ্রীর একটি অংশসহ মালিবাগের একটি অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সাব-স্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণের পর পরই রামপুরা, মহানগর, হাতিরঝিল এলাকায় বিতরণ লাইন ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকটি বিতরণ ট্রান্সফরমারও বিস্ফোরিত হয়েছে। ডিপিডিসির পরিচালক অপারেশন- এটিএম হারুন অর রশিদ জানান, আগুন লেগে গ্রিড ফেল করেছে। আগুন নিয়ন্ত্রণে আসার পরই কর্মীরা মেরামতের কাজ শুরু করেছে। আপাতত বিকল্প উপায়ে বিকেল ৪টা ৩২ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে। তবে মালিবাগের ডিস্ট্রিবিউশন লাইন ক্ষতি না হওয়ায় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। যেসব এলাকায় লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে বিদ্যুৎ আসতে কিছুটা সময় লাগবে বলে জানায় ডিপিডিসি।