রানা প্লাজা ধস মামলায় সাত বছরেরও সাক্ষ্যগ্রহণ শুরু না হওয়ায় হাইকোর্টের ক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
সাভারের রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় সাত বছরেরও সাক্ষ্যগ্রহণ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট।
একইসঙ্গে রানা প্লাজার মালিক সোহেল রানাকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। আগামী চার সপ্তাহে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের ভার্চ্যুয়াল বেঞ্চ এ আদেশ দেন। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০তলা ভবন রানা প্লাজা ধসে নিহত হন ১ হাজার ১৩৬ জন পোশাকশ্রমিক। এই ঘটনার পাঁচদিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেফতার করা হয়।


















