রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্চিতের ঘটনায় পূর্ণ দিবস কর্মবিরতি

- আপডেট সময় : ০৬:২৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০৪ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্চিতের ঘটনায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিদের ডাকে চলছে পূর্ণ দিবস কর্মবিরতি। দোষিদের চিহ্নিত করে ছাত্রত্ব বাতিলের দাবি শিক্ষক, কর্মকর্তাদের। বিকেলে আহবান করা হয়েছে জরুরী সিন্ডিকেট সভা। এতে দাবি মানা না হলে আগামীকাল থেকে লাগাতার কর্মসূচীর কথা বলছেন শিক্ষকরা।
গত ১৮ সেপ্টেম্বর ২০২৪- ২৫ শিক্ষাবর্ষে শিক্ষক,কর্মকর্তা,কর্মচারির সন্তানদের শর্তসাপেক্ষে প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিবাদে ঐদিন রাতেই উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থরা। গতকাল বেলা সাড়ে চারটার দিকে উপ-উপাচার্য প্রফেসর মাইনুদ্দিন অফিস থেকে বাসায় ফেরার পথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তার গাড়ি প্রতিরোধ করে। এসময় পায়ে হেঁটে বাসায় ঢুকতে গেলে সেখানেও প্রতিরোধের মুখে পরেন তিনি।
এসময় তিনি জুবেরী ভবনে আশ্রয় নিতে গেলে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে শিক্ষার্থীরা আবারো ধাক্কাধাক্কি করে তাঁকে লাঞ্চিত করে জুবেরী ভবন অবরুদ্ধ করে কোটার বিপক্ষে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। পরে রাত ১টার দিকে উপাচার্যের পক্ষ থেকে পোষ্য কোটা স্থগিতের বিষয়টি বিবেচনার কথা জানালে গভীর রাতে হলে ফিরে যান শিক্ষার্থীরা।
এদিকে, শিক্ষক লাঞ্চিতের ঘটনায় চলছে কর্মবিরতি। কাজে যোগ না দিয়ে ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজিবি চত্বরে জড়ো হয়ে অবস্থান নেন তারা। দোষিদের চিহ্নিত করে শাস্তির দাবি তাদের।
ডাকা হয়েছে জরুরী সিন্ডিকেট সভা। সভায় দোষিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নিলে সোমবার থেকে অনির্দিষ্ট কর্মসূচীর কথা বলছেন শিক্ষকরা। ফুটেজ- ০৩
শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি আর শিক্ষার্থীদের টানাপড়নে অনিশ্চিত রাকসু নির্বাচনের ভবিষ্যত। ক্যাম্পাসে নেই প্রার্থীদেরও কোন প্রার প্রচারণা। ফুটেজ-