রাজশাহী ও গোপালগঞ্জে শুরু হয়েছে শিক্ষার্থীদের করোনার টিকার প্রথম ডোজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
রাজশাহী ও গোপালগঞ্জে শিক্ষার্থীদের করোনার টিকার প্রথম ডোজ দেয়া শুরু হয়েছে।
রাজশাহী কলেজের ৫১৪ জন এইচএসসি পরীক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়া হচ্ছে। এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড ও জন্মনিবন্ধন সনদ দেখিয়ে টিকার জন্য নিবন্ধন করতে হচ্ছে। রাজশাহী মহানগরীর ১৩ হাজার ও জেলার ১৭ হাজারসহ মোট ৩০ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে আগামী এক সপ্তাহের মধ্যে ফাইজারের টিকা দেয়া হবে।
গোপালগঞ্জে প্রথম পর্যায়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ৮শ’ ৫০ জন এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে। সকালে সিভিল সার্জন অফিস ও জেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে জেলা শহরের শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে শুরু হয় এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা প্রদান কর্মসূচী শুরু হয়।