রাজশাহীতে সরকারি কর্মকর্তা পৌঁছেছেন দেরিতে : ফাঁকা অফিসে এসি-লাইট জ্বালিয়ে বিদ্যুৎ অপচয়

- আপডেট সময় : ০৫:৩১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ঘুম থেকে উঠতে না পারায় সরকারি অনেক কর্মকর্তাই অফিসে গেছেন দেরি করে। অনেকই আবার আরাম আয়েশে হাজির হয়েছে আগের সময় ধরে। কারো কারো আবার অফিসে দেখা মেলে নি সকাল ১০টার পরও। সরকারী নির্দেশনা অনুযায়ী নতুন সময় সুচির প্রথমদিনে অফিস শুরুর এমন চিত্র মিলছে রাজশাহীতে।
সকাল ৯টা। রাজশাহীর সড়ক ভবনে, এসএটিভি ক্যামেরা। অতিরিক্তি প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলামের দপ্তরে তার চেয়ার ফাঁকা। অফিসে না এসে ফোনে দাবি করে বসেন, তিনি অফিসেই আছেন।
যদিও সাংবাদিক পরিচয় পেয়ে কিছু সময় পর হন্তদন্ত হয়ে ছুটে এসে চেয়ার দখল করেন তিনি
সকাল সোয়া ৯টার পরেও দেখা মেলেনি সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী কারোরই। তাদের অফিস ফাঁকা। কিন্তু তাদের কক্ষে সকাল থেকেই চলছে এসি ও জ্বলছে বাতি। বসদের অপেক্ষায় আছেন কর্মচারীরা।
গণপুর্ত বিভাগের অফিসেরও একই দশা। কেউ কেউ নিয়ম মেনে অফিসে আসলেও, নির্বাহী প্রকৌশলীরাসহ কর্মকর্তা ও কর্মচারীদের সব চেয়ারগুলো খালি। ঘুম থেকে জাগতে দেরি হওয়ায় প্রকৌশলীরা সঠিক সময়ে আসতে পারেন নি বলে জানান প্রশাসনিক কর্মকর্তা।
নতুন সময় অনুযায়ী পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দেখা মেলেনি। সরল স্বীকারোক্তি দিলেন উপ-পরিচালক।
তবে সকালে শিক্ষাবোর্ডের প্রধান ফটকে দাঁড়িয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি তদারকি করেন সচিব।
নতুন সময় অনুযায়ী সকাল ৮টা হতে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিসগুলোর কার্যক্রম চলার কথা।