রাজশাহীতে যক্ষ্মা প্রতিরোধে শিশুদের সচেতনতা ক্যাম্পেইন
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:২৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
 - / ১৬০০ বার পড়া হয়েছে
 
রাজশাহীতে যক্ষ্মা প্রতিরোধে শিশুদের জন্য সচেতনতা ক্যাম্পেইন শুরু হয়েছে।
সকালে পবা উপজেলার তারই ঘোলহাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের পুতুল নাটক ও গম্ভিরা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা অংশগ্রহণ করেন। প্রদর্শনী কেন্দ্রের পাশে যক্ষার প্রাথমিক লক্ষণ নির্ণয়ে একটি ভ্রাম্যমান কেন্দ্র স্থাপন করা হয়। যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে আইসিডিডিআরবি পরিচালিত ইউএসএআইডি অ্যালায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ (এসিটিবি) কার্যক্রমের আওতায় এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
																			
																		














