রাজশাহীতে ভবন নির্মাণের জন্য গর্ত করার সময় দেয়াল ধসে এক শ্রমিক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩২:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
রাজশাহীতে ভবন নির্মাণের জন্য গর্ত করার সময় দেয়াল ধসে রিয়াজুল নামের এক শ্রমিক নিহত হয়েছে। আরও চার জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজশাহী ফায়ার সার্ভিস জানায়, তাদের তিনটি টিম উদ্ধার কাজ করে। শ্রমিক রাজিব জানান, মোট ১৭ জন শ্রমিক কাজ করছিল। এর মধ্যে ৯ জন একই জায়গায় কাজ করার সময় দেয়াল ধসের শিকার হন। চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন জানায়, গত দু’দিন ধরে এনতাজ আলী নামের এক ব্যক্তির বাড়ির আরসিসি পিলার নির্মাণ কাজ চলছিল। হঠাৎ প্রাচীর ধসে পড়ে। সেখান থেকে ৫ জনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠালে রিয়াজুল নামের একজনের মৃত্যু হয়। বাকি ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


























