রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস উদযাপিত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:২০:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
 - / ২০৫০ বার পড়া হয়েছে
 
ম্লান করলে রাতের আলো, পাখিরা থাকবে আরো ভালো-এই প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস উদযাপিত হয়েছে।
সকালে নগরীর সিঅ্যান্ডবি মোড়ের হল রুমে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্সেস অনুষদ ডীন জালাল উদ্দিন সরদার। আলোচকরা বলেন, শীতকালে দূর-দূরান্তের নানা দেশ থেকে বিভিন্ন প্রজাতির পাখি আসে এদেশে। এসব পাখি জলজ পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখে। পতঙ্গভূক পরিযায়ী পাখি পোকা-মাকড় ও ফসলের বালাই দমনেও সাহায্য করে। তাই এসব পাখি শিকার না করে তাদের আবাসস্থল গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
																			
																		
















