রাজশাহীতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় কঠোর বিধিনিষেধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১০:০১ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
রাজশাহীতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত সকল শপিংমল, দোকানপাট ও বিপণী-বিতান বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ দেয়া না দেয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে এ আদেশ কার্যকর হবে।
বুধবার বিকেলে করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভা শেষে জেলা প্রশাসক আব্দুল জলিল সাংবাদিকদের এত তথ্য জানান। তিনি বলেন, রাজশাহী জেলায় এখন সংক্রমণের হার ৪০ শতাংশ। তাই সংক্রমণ রোধে বিধিনিষেধ কড়াকড়িভাবে আরোপ করা হয়েছে। জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বন্ধ ঘোষণা করা হয়েছে সকল বিনোদন কেন্দ্র। কোনো ধরনের জমায়েত করা যাবে না। জরুরি প্রয়োজনে আইডি কার্ড ছাড়া ঘরের বাইরে বের হওয়াও নিষিদ্ধ। তবে আম ও মাছ পরিবহনসহ সকল জরুরি সেবা এই বিধিনিয়েধের আওতামুক্ত থাকবে। গণপরিবহন চলবে সরকারী বিধিনিষেধ অনুযায়ী।