রাজবাড়ীতে ভ্যাকসিন সংকটে জলাতঙ্ক রোগের চিকিৎসা ব্যাহত
- আপডেট সময় : ০৭:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে ভ্যাকসিন সংকটে ব্যাহত হচ্ছে জলাতঙ্ক রোগের চিকিৎসা। এক মাসেরও বেশি সময় ধরে সদর হাসপাতালে জলাতঙ্কের টিকা রাবিস ভ্যাকসিনের সরবরাহ নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবস্থা আরও ভয়াবহ। জেলার কোনো ফার্মেসিতে বেসরকারি প্রতিষ্ঠানের ভ্যাকসিনও পাওয়া যাচ্ছে না। ফলে কুকুরসহ বিভিন্ন প্রাণীর কামড়ে আক্রান্ত ভুক্তভোগীদের ভ্যাকসিন সংগ্রহে এক জেলা থেকে আরেক জেলায় দৌড়-ঝাঁপ করতে হচ্ছে রোগীদের।
দ্বিতীয় তলায় জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার ২০৩ নম্বর কক্ষের দরজায় সাদা কাগজে বড় অক্ষরে লেখা, গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে রাবিস ভ্যাকসিন সাপ্লাই নেই।’ বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা ভ্যাকসিন না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। কেউ কেউ বাধ্য হয়ে ঢাকা বা অন্য জেলা থেকে বেশি দামে ভ্যাকসিন সংগ্রহ করছেন।
কুকুর বিড়াল বা অন্যান্য কয়েকটি প্রাণী কামড়ালে বা আচড় দিলে এ টিকা নেয়া অত্যন্ত জরুরী, না নিলে মৃত্যুর আশঙ্কা প্রায় শতভাগ। কিন্তু গত ১ মাস রাজবাড়ী সদর হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ বন্ধ রয়েছে। যার জন্য ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ রোগীরা।
হাসপাতালে কর্তৃপক্ষ ভুক্তভোগীদের সেবা দিতে ব্যর্থ হচ্ছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতেও ভ্যাকসিন সরবরাহ না থাকায় সদর হাসপাতালের উপর চাপ অনেকটা বেশি।
রাজবাড়ীবাসীর এখন একটাই দাবি, মরণঘাতি জলাতঙ্ক থেকে রক্ষার টিকা দ্রুত সরবরাহ নিশ্চিত করা হোক।




















