রাজধানীর বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধ্বসে ৪ জন আহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
রাজধানীর বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধ্বসে ৪জন আহত হয়েছেন। প্রকল্পে কর্মরত আহতদের ২জন বাংলাদেশি ও ২জন চীনা নাগরিক ।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হন। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার সময় গার্ডারের ওপর ১৫ থেকে ২০ জন ছিল। তাদের সবাই কমবেশি আহত হয়েছেন।