রাজধানীর তুরাগে একটি বসতবাড়িতে আগুন লেগে একই পরিবারের তিনজনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৬১২ বার পড়া হয়েছে
রাজধানীর তুরাগে একটি বসতবাড়িতে আগুন লেগে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। ভোর ৪টা ২০ মিনিটে তুরাগের চণ্ডালভোগ এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর , রোমা আক্তার ও আফরিন ।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রথমে বিদ্যুতের খুঁটি থেকে আগুনের সূত্রপাত। এরপর সেই আগুন পাশের টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিন ভাই-বোনের মৃত্যু হয়। খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।




















