রাকসু নির্বাচন পেছানোয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ছাত্রশিবিরের

- আপডেট সময় : ০৫:৫৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০৫ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ- রাকসু নির্বাচন পেছানোর কারণে ছাত্রদল আর বাম সংগঠনের প্রার্থী-সমর্থকরা খুশি হলেও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রশিবির। আর শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের তৃতীয় দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়।
জমে উঠেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ- রাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা।কিন্তু ২০ সেপ্টেম্বর কোটাবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠে বিশ্ববিদ্যালয়। শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কমপ্লিট শার্টডাউনে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ২৫ সেপ্টেম্বরের নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর ধার্য করা হয়। এতে খুশি ছাত্রদলসহ বাম জোটের প্রার্থীরা।
ছাত্রদল ও বামজোট প্রার্থীরা সাধুবাদ জানালেও ছাত্রশিবির নেতারা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বলেন, একটি মহলের পক্ষপাতদুষ্ট হয়ে নিরপেক্ষতা হারিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন বলছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করতে, বাধ্য হয়েই সিদ্ধান্ত। নির্বাচন যেন আর না পেছায়, সকলের সহযোগীতা প্রত্যাশা করেছেন নির্বাচন কমিশনাররা।
এদিকে, ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের তৃতীয় দিনের কমপ্লিট শার্টডাউন কর্মসূচি চলছে। আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন আন্দোলনকারীরা।
সকল সংকট কাটিয়ে উৎসব মুখর পরিবেশে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হোক নির্বাচন। প্রতিষ্ঠিত হোক বহু কাঙ্খিত রাকসু। এমনটাই প্রত্যাশা সকলের।