রাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় জমজমাট রাবি ক্যাম্পাস

- আপডেট সময় : ০৫:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ১৫১৫ বার পড়া হয়েছে
রাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় জমজমাট পুরো ক্যাম্পাস। সকাল থেকে রাত, জমজমাট প্রচারণায় মুখর ক্যাম্পাসের অ্যাকাডেমিক ভবন, আবাসিক হল, চায়ের আড্ডা ও মেস অধ্যুষিত আশপোশের এলাকা। প্রার্থীরা দলবেঁধে ছুটছেন শিক্ষার্থীদের কাছে। করছেন কুশল বিনিময়; হাতে তুলে দিচ্ছেন লিফলেট ও হ্যান্ডবিল।
দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাস এখন উৎসবমুখর। প্রার্থীদের নানান সাজ, সংগীতের মুর্ছনা আর রং-ঢঙে যেন মনেই হচ্ছে না ,এই নির্বাচন কোন প্রতিদ্বন্দ্বিতার লড়াই। দেখে মনে হচ্ছে যেন, এক উৎসবের নগরী।কেউ দিচ্ছেন লিফলেট, কেউ আবার হাসিমুখে নতুন ভোটারদের সঙ্গে তুলছেন সেলফি। কখোনো আবার প্রার্থীতে কুশল বিনিময় ও কোলাকুলি। পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হোক নির্বাচন, এমনটাই চাচ্ছেন প্রার্থীরা।
পরিস্থিতি যাই হোক নিরাপত্তার সার্থে ক্যাম্পাস ছাড়াও আশেপাশের এলাকাগুলোকে কড়া নজরদারিতে রাখা হবে বলে জানালেন, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু সুফিয়ান।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার বলছেন, বাড়তি নিরাপত্তার জন্য নির্বাচনের আগের দিন থেকেই কাজ করবে ২হাজার পুলিশ, ১২ প্লাটুন রেব আর ৬ প্লাটুন বিজিবি।
এদিকে ক্যাম্পাসের বিরাজমান পরিবেশে সন্তোষ প্রকাশ করে উপাচার্য সালেহ হাসান নকীব বলেন, একটি সুন্দোর নির্বাচন উপহার পেতে যাচ্ছে রাবি শিক্ষার্থীরা।
ভোট গ্রহণ শেষে ১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যেই ফলাফল ঘোষণার প্রত্যাশ কর্তৃপক্ষের।