রকেট হামলা চালানোর প্রতিশোধ নিতে লেবাননের দিকে ২২টি গোলা নিক্ষেপ করেছে ইসরায়েল

- আপডেট সময় : ০১:১৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
রকেট হামলা চালানোর প্রতিশোধ নিতে লেবাননের দিকে ২২টি গোলা নিক্ষেপ করেছে ইসরায়েল। যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ৬টি রকেট ছোড়ে লেবানন। তবে সেগুলো লেবাননের ভূখণ্ডেই বিস্ফোরিত হয়। এদিকে, ফিলিস্তিনে টানা ৮দিন ইসরায়েলি হামলার পর অবশেষে সেখানে যুদ্ধ থামানোর আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েল সরকার এবং হামাসের প্রতি এ আহ্বান জানান তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বাইডেন বলেন, গাজায় সংঘাত বন্ধ করতে তার দেশ মিসরসহ ৩টি দেশের সঙ্গে কাজ করছে। অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এ হামলায় এখন পর্যন্ত শিশুসহ ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া গত ৮ দিনের চলমান হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১ হাজার ৫শ’ জন।