রংপুরে দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্টিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
রংপুরে জেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্টিত হয়েছে।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম- সেইপ-এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সামাজিক প্রচার কর্মসূচি হিসেবে এতে জেলার ব্যবসায়ী, উদ্যোক্তা ও গণমাধ্যম কর্মী ছাড়াও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেয়। যুগ্ন সচিব ড. মো: সানোয়ার জাহান ভূঁইয়া কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, দেশের বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ। এই সম্পদকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব।