যুবরাজ সালমান আল খলিফার আমন্ত্রণে শিগগিরই বাহরাইনে সফরে যাচ্ছেন নেতানিয়াহু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১৬১২ বার পড়া হয়েছে
যুবরাজ সালমান আল খলিফার আমন্ত্রণে শিগগিরই উপসাগরীয় দেশ- বাহরাইনে সফরে যাচ্ছেন ইসরাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলী প্রধানমন্ত্রী এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত– ইহুদি রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দিয়ে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করেছে। এরপর আমিরাতকে অনুসরণ করে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে বাহরাইন। মধ্যপ্রাচ্যে এভাবে ইসরাইলের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে কৌশলগত জোট সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। নেতানিয়াহু এক বিবৃতিতে জানান, তিনি খুবই আনন্দিত যে, স্বল্প সময়ের মধ্যে তাদের জনগণ ও দেশের সাথে মধ্যপ্রাচ্যের কৌশলগত শান্তির ফল আসছে।
















