যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার থেকে বিরত থাকার আহ্বান জেলেনস্কি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০১:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
পুরোপুরি যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত, রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। ইস্তাম্বুল আলোচনায় অগ্রগতির পর, মিত্র দেশগুলোর প্রতি এ আহ্বান জানান তিনি।
জেলেনস্কি বলেন, আলোচনা থেকে ইতিবাচক সংকেত পাওয়া গেছে। কিন্তু তাতে রুশ গোলাবর্ষণ থামছে না। এখনো লড়াইয়ের ময়দানে বিশ্বাসযোগ্য অবস্থান দেখা যাচ্ছে না রুশ সেনাবহরের। এদিকে বিশ্বের কাছে ‘জেড’ প্রতীক ব্যবহার অপরাধ হিসেবে গণ্য ও অবৈধ ঘোষণার আহ্বান জানিয়েছে ইউক্রেন। কারণ এটি রাশিয়াকে যুদ্ধের প্রতি সমর্থন বোঝায়। প্রাথমিকভাবে ইউক্রেনে রুশ ট্যাংকগুলো চিহ্নিত করতে জেড অক্ষরটি ব্যবহার করা হয়েছিল। যা বিজয়ের জন্য দাঁড়ানো বলে মনে করা হয় এবং আক্রমণের অনুমোদন সংকেত হিসেবে রাশিয়ানরা গ্রহণ করে।