যুক্তরাষ্ট্রে স্কুলছাত্রের গুলিতে ৩ সহপাঠী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের মিশিগানে অক্সফোর্ড হাইস্কুলে এক ছাত্রের গুলিতে নিহত হয়েছে তার তিন সহপাঠী। এ সময় আহত হয় আরো আটজন। পরে পুলিশ ১৫ বছর বয়সী ওই ছাত্রকে আটক করেছে।
কর্তৃপক্ষ জানায়, স্কুলে ক্লাসের সময় এই হামলা চালানো হয়। আটক ছাত্র প্রায় পাঁচ মিনিটের মধ্যে ১৫-২০ রাউন্ড গুলি চালায়। পরে পুলিশ সন্দেহভাজন ব্যক্তির বাবা-মায়ের সাথে যোগাযোগ করে এবং তাদের বাড়িতে তল্লাশি চালায়। পুলিশ জানায়, নিহতদের বিশেষভাবে টার্গেট করা হয়েছিল নাকি এলোপাতাড়ি গুলি করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ১৩৮টি স্কুলে গুলি চালানোর এমন ঘটনা ঘটেছে।