যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বাহামার দ্বীপ উপকূলে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৭ জনের প্রাণহানি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বাহামার নিউ প্রভিডেন্স দ্বীপ উপকূলে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৭ জন প্রাণ হারিয়েছেন। এরা সবাই হাইতির নাগরিক।
গতকাল নৌকাডুবির পর ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে এক শিশুও রয়েছে। এ সময় আরও ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।
প্রতিবছর ক্যারিবিয়ান দেশটির দলীয় সংঘাত ও দারিদ্র্যের কারণে ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে গিয়ে এভাবে প্রাণ হারান বহু মানুষ।
সংবাদ সম্মেলনে বাহামার প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিস বলেন, একটি স্পিডবোটে তারা সবাই যুক্তরাষ্ট্রের মিয়ামির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ কমিশনার ক্লেটন ফার্নান্ডার বলেন, ৬০ জনের বেশি মানুষ ওই নৌকায় ছিল। তাদের অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন।