যুক্তরাষ্ট্রে দুই সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
বর্ণিল মহড়ার সময় যুক্তরাষ্ট্রে দুই সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। গতকাল যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে দুই সামরিক বিমানের মধ্যে সংঘর্ষ হয়।
ঘটনার পর বিমান দুইটি বিধ্বস্ত হয়।দুই বিমান কতজন লোক ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্মকর্তারা। তবে বিমানে থাকা সব ক্রু সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, আকাশে ‘এয়ার শো’ দেখার সময় সংঘর্ষ দেখে সেখানে থাকা সবাই কান্নায় ভেঙে পড়েন।ঘটনার পরপরই ইমার্জেন্সি পরিষেবার কর্মীরা ডালাস বিমানবন্দরে ঘটনাস্থলে যায়।