যুক্তরাষ্ট্রের প্রায় ২০০ ব্যবসা প্রতিষ্ঠানে বড় ধরনের সাইবার হামলা

- আপডেট সময় : ০৭:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রায় ২০০ ব্যবসা প্রতিষ্ঠানে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান- ‘হান্ট্রেস ল্যাবস’ এ হামলার কথা জানিয়েছে।
ফ্লোরিডাভিত্তিক তথ্যপ্রযুক্তি কোম্পানি ‘ক্যাসেয়া’য় হামলা চালানোর পর তাদের সফটওয়্যার ব্যবহারকারী কোম্পানিগুলোতেও হামলা হয়। হ্যাকিংয়ের বিষয়টি নজরে আসে, যখন গোটা যুক্তরাষ্ট্র আজ স্বাধীনতা দিবসের ছুটির জন্য প্রস্তুত হচ্ছে। আগামীকাল রোববার সাপ্তাহিক ছুটি। নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে ক্যাসেয়া জানিয়েছে, তারা এই হামলা খতিয়ে দেখছে। দশটিরও বেশি দেশে ১০ হাজারেরও বেশি কোম্পানি ক্যাসেয়ার সঙ্গে চুক্তিবদ্ধ। তবে, ক্যাসেয়া আক্রান্ত কোম্পানির সংখ্যা জানায়নি। অল্পসংখ্যক কোম্পানি আক্রান্ত হয়েছে বলে উল্লেখ করেছে আইটি কোম্পানিটি। করপোরেট সার্ভার, ডেস্কটপ ও নেটওয়ার্ক ডিভাইসগুলো পরিচালনাকারী অ্যাপ্লিকেশনগুলোতে এ হামলা হয়েছে।