যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পেট্রোলবাহী ট্যাংকার বিস্ফোরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পেট্রোলবাহী ট্যাংকার বিস্ফোরণে এক ট্রাকচালক ও ফায়ার সার্ভিসের তিন কর্মী দগ্ধ হয়েছেন। বুধবার লং আইল্যান্ডে ঘটে এ দুর্ঘটনা।
মধ্যরাতের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভবনের সাথে ধাক্কা খায় ট্যাংকারটি।তারপর মুহূর্তেই বিস্ফোরিত হয় ট্যাংকারটি। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারদিক। ৩০ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে প্রায় ১৩ হাজার গ্যালন পেট্রোল। খবর পেয়ে দমকল কর্মীরা ১০ ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ নিহত না হলেও দগ্ধ হয়েছেন ৪ জন।























