যুক্তরাষ্ট্রের কোভিড পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ডেলটা ভ্যারিয়্যান্টের ক্রমবর্ধমান সংক্রমণ যুক্তরাষ্ট্রের কোভিড পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা করছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফসি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফসি এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ শো-তে বলেন, ‘পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে’ এবং এর জন্য করোনার প্রতিষেধক টিকা এখনও না নেয়া লাখ লাখ মানুষকে দোষারোপ করেন তিনি। এদিকে, আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে যুক্তরাজ্যে করোনার বুস্টার ডোজ দেয়ার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রায় ৩ কোটি ২০ লাখ মানুষকে বুস্টার ডোজ দেয়ার পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম এগোলে চলতি বছরের ডিসেম্বরে বুস্টার ডোজ দেয়ার লক্ষ্যমাত্রা অর্জিত হতে পারে।

























