করোনার নতুন ভাইরাস ছড়িয়ে পড়ায় যুক্তরাজ্যের সঙ্গে ইউরোপ ও আরবের যোগাযোগ বিচ্ছিন্ন

- আপডেট সময় : ০৮:৩৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যে করোনার নতুন ধরনের ভাইরাস ছড়িয়ে পড়ায় দেশটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ইউরোপ ও আরবের সব দেশ। সংক্রমণ এবং মৃত্যু ভয়ে যাত্রীবাহী ফ্লাইটসহ স্থলপথেও যোগাযোগ বন্ধ করে দিয়েছে বিভিন্ন দেশ। বিপুল সংখ্যক মানুষ এবার আরো জটিল ধরনের করোনায় আক্রান্ত হওয়ায় লন্ডনে গ্রেড-ফোর লকডাউন চলছে।
যে কোন মূল্যে করোনার নতুন উপসর্গ মোকাবিলার জন্য সবার আগে কানাডা যুক্তরাজ্যের সাথে সব ফ্লাইট বাতিল করেছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ফ্রান্স, জার্মানি এবং ইতালিও ব্রিটেনের সাথে সব ধরনের বিমান যোগাযোগ বাতিলের ঘোষণা দিয়েছে। পাশাপাশি দেশটির সঙ্গে ট্রেন চলাচলও স্থগিত করেছে এই তিন দেশ। ডেনমার্কও যুক্তরাজ্য থেকে বিমান আসায় ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে। একই সিদ্ধান্ত নিয়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ড। যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট ও ট্রেন বন্ধ রেখেছে বেলজিয়ামও। পূর্ব-সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।