ময়মনসিংহ, গোপালগঞ্জ, দিনাজপুর ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত

- আপডেট সময় : ০৬:৩০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহ, গোপালগঞ্জ, দিনাজপুর ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে।
ময়মনসিংহ সদরের বেলতলী এলাকায় মহেন্দ্র ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। সকালে সদর উপজেলার বেলতলী ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। সদরের বেলতলী ব্রীজের কাছে দাঁড়িয়ে থাকা মহেন্দ্রকে একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে মহেন্দ্রর দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মিল্টন বাজারে নসিমন ও পিকআপের সংঘর্ষে বেলায়েত মোল্লা নামে নসিমন চালক নিহত হয়েছেন। নসিমনটি মিল্টন বাজার এলাকার লিংক রোড থেকে ঢাকা-খুলনা মহাসড়কে উঠার সময় দ্রুতগামী একটি পিকআপের সাথে সংঘর্ষ ঘটে। এতে ৫ জন মারাত্মক আহত হন।
দিনাজপুর মেয়ের বাড়ি থেকে সাইকেল নিয়ে ফেরার পথে চলন্ত ট্রাকের চাপায় আব্দুল হাদি নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সকালে আব্দুল হাদী বিরামপুর শহরে যাওয়ার পথে কলেজ বাজার বটতলী মোড়ে রাস্তা পারাপারের সময় পেছনে থাকা আলু বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ের। ঘটনাস্থলেই মারা যান তিনি।
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় আলাদা সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। সকালে উপজেলার খালিশপুর বাস ষ্টান্ডে ঢাকাগামী পরিবহনের সাথে ধাক্কা খেয়ে মামুনুর রশিদ নামের এক পথচারী নিহত হয়েছে। অপরদিকে, উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামের জানলা কাটা ব্রীজের পাশে গরু বোঝায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে সবুজ হোসেন নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় গাড়ীতে থাকা দুইটি গরু মারা গেছে।