ময়মনসিংহ ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত

- আপডেট সময় : ১২:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহ ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় সুলতান নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উযায়ের আল মাহমুদ আদনান জানান, রাতে ভালুকার ভরাডোবা এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে সংঘর্ষে উল্টে যায়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা ওই পুলিশ সদস্য গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। নিহত সুলতান ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৩ তে নায়েক পদে কর্মরত ছিলেন।
ফেনীতে মাটিবাহী পিকআপ ভ্যান চাপায় দুই শ্রমিক নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কিছু দুস্কৃতিকারী অবৈধভাবে ফসলী জমির মাটি কেটে বিক্রয়ের উদ্দেশ্য পিকাআপ ভ্যান যোগে নিয়ে যাচ্ছিলো। এসময় পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে আবদুল আজিজ নামে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয় এবং ইমাম হোসেন কানন নামে অপর শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।