ময়মনসিংহে ছাত্রদলের সভায় বিনা উস্কানিতে পুলিশ হামলা চালিয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহে ছাত্রদলের সভায় বিনা উস্কানিতে পুলিশ হামলা চালিয়েছে বলে সংবাদ সন্মেলনে দাবি করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।
সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, গতকাল বৃহষ্পতিবার সদর উপজেলার চরকালিবাড়ি এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় পুলিশ বিনা উস্কানিতে হামলা ও গুলিবর্ষণ করে। এতে ১৭ জন গুলিবিদ্ধ হয় এবং ১০ নেতাকর্মীকে আটক ও ২৮টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।