ময়মনসিংহে একটি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
- / ১৬৩২ বার পড়া হয়েছে
ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকার সূচনা সেন্টার পয়েন্ট সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মার্কেটের বেশ কয়েকটি কাপড়ের দোকান। গেলো রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, ১২ তলা ভবনের ৪র্থ তলার ক্যালকাটা বাজার নামের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। এতে ক্ষতিগ্রস্ত হয় পাশের আরো কয়েকটি দোকান। শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।