ময়মনসিংহের ভালুকায় আম গাছের নিচে চাপা পড়ে দু’জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় আম গাছের নিচে চাপা পড়ে দু’জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত আরো ১০ জন।
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনায় সময় ওই বাজারে অনুষ্ঠানে গিয়ে উপজেলার গুবুদিয়া গ্রামের সূর্য মিয়ার ছেলে নাসির উদ্দিন এবং মল্লিকবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শহিদ মিয়া। এসময় পুরনো একটি আম গাছ হঠাৎ ভেঙে তাদের উপরে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।




















