ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জেএমবি’র ৪ সক্রিয় সদস্য আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে জেএমবি’র চার সক্রিয় সদস্যকে।
উপজেলার জোরবাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে রেব কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- জাকির হোসেন, আক্কাছ আলী, হারুন এবং ওসমান গনি মল্লিক। তারা ময়মনসিংহের ফুলবাড়ীয়ার বাসিন্দা। রেব জানায়, গেলরাতে উপজেলার জোরবাড়ীয়া গ্রামের জনৈক আবুল হোসেন বুলবুলের মালিকানাধীন টিনশেড ঘরে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সদস্যরা একত্রিত হয়ে নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা উগ্রবাদী বই, লিফলেট, একটি ল্যাপটপ ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
















