মৌলভীবাজার কদুপুরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
মৌলভীবাজার সদর উপজেলার কদুপুরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।
পুলিশ ও স্থানীরা জানায়, সকালে ঢাকা থেকে মৌলভীবাজার যাওয়ার পথে কদুপুর এলাকায় মাছ ও সবজিবাহী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ির ভেতর থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে। এসময় আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে, পরে তাদের অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতরা হলেন, মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা কোনাগাঁওয়ের রফিকউদ্দিন এবং কুলাউড়া উপজেলার বরমচালের আব্দুল মুহিত।



























