মেহেরপুর ও সাভারে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
- / ১৬০৮ বার পড়া হয়েছে
মেহেরপুর ও সাভারে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে।
মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে মোটর সাইকেল ও অটোরিক্সার সংঘর্ষে এক গৃহবধূ নিহত হয়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকালে স্বামী স্ত্রী মোটরসাইকেলে মেহেরপুর যাওয়ার সময় কোলা গ্রামের গাবতলায় অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন হালিমা খাতুন। স্বামী হাফিজুল ইসলাকে গুরুতর আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
…..
সাভারে সড়ক দুর্ঘটনায় এমদাদ নামে একজন নিহত হয়েছেন। তিনি তেতুঁল ঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। পুলিশ জানায়, সকাল ৯টার দিকে আমিন বাজারের কাছে ভাকর্তা ব্রীজের কাছে ইট বোঝাই ট্রাক তাকে বহনকারী অটোরিক্সাকে ধাক্কা দিলে তিনি ছিটকে নিচে পড়ে যান। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।



























