মেরামতের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
মেরামতের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুন্ডের বারো আউলিয়া থেকে ফৌজদারহাট পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মহাসড়কের একাংশ বন্ধ করে দুপুরে সড়ক ও জনপথ অধিদফতর রাস্তার মেরামত কাজ করার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। হঠাৎ করে এমন যানজটে ঘন্টার পর ঘন্টা ধরে আটকে পড়ে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। এসময় অনেকে গাড়ী ছেড়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। সীতাকুন্ডের আবুল খায়ের ফ্যাক্টরির সামনে দিনের বেলা রাস্তা সংস্কারের কাজ করছে সড়ক-জনপথ বিভাগ। একারণে রাস্তায় এক লাইনে গাড়ি চলাচল বন্ধ করে দেয়ায় মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।