মেঘনায় যাত্রীবাহী লঞ্চ সংঘর্ষে মা ও মেয়ে নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ঘন কুয়াশার কারণে মেঘনায় যাত্রীবাহী লঞ্চ এমভি কীর্তনখোলা-১০ ও এমভি ফারহান-৯ এর সংঘর্ষের মা ও মেয়ের নিহত হয়েছে।
গেল রাত দেড়টার দিকে মেঘনা নদীর মাঝেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে লঞ্চের নীচতলা ও দোতলার অংশ দুমড়ে মুচড়ে যায়। বরিশাল নদীবন্দর কর্মকর্তারা জানান, মেঘনা নদীর চাঁদপুর সীমান্তের মাঝে কাজীরচর পয়েন্টে দুটি লঞ্চের সংঘর্ষে দুইজন নিহতসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের ওই রাতেই বিআইডব্লিউটিএ’র সহায়তায় চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, এ সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ। একইসঙ্গে ৭ কার্য দিবসের মধ্য প্রতিবেদন দিতে বলা হয়েছে।