মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মামলা দ্রুত নিষ্পত্তিতে হাইকোর্টে ১১টি বেঞ্চ গঠন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
নিম্ন আদালতের মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের আপিল নিষ্পত্তির জন্য ১১টি হাইকোর্ট বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ হাসান ফয়েজ সিদ্দিকী।
বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বেঞ্চ গঠনের পর সুপ্রিম কোর্ট থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মুত্যুদণ্ডাদেশ কনফারমেশনের রেফারেন্স এবং এর সাথে সম্পর্কিত অন্যান্য মোকদ্দমাসমূহের নিষ্পত্তির লক্ষ্যে ১১টি অবকাশকালীন বেঞ্চে গঠন করা হয়েছে। এর আগে সুপ্রিমকোর্টের অবকাশকালীন চেম্বার আদালতের বিচারপতি হিসেবে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে মনোনীত করেন প্রধান বিচারপতি। আগামী ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলা অবকাশে তিনি চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালন করবেন।