মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫ টি ফার্নিচারের দোকান পুড়ে ছাই

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫ টি ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দোকান মালিকরা।
শনিবার রাত পৌনে ১ টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভা কার্যালয়ের পাশে ফার্নিচার মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু ইউসুফ জানায়, ৩টি ইউনিট একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।