মুন্সিগঞ্জে ছুরিকাঘাতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জে ছুরিকাঘাতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে পালিয়েছে ছিনতাইকারীরা। গতরাতে সদর উপজেলার বজ্রযোগিনী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, আটপাড়া সড়কে প্রকাশ্যে অটোচালককে ছুরিকাঘাত করে দ্রুত অটো নিয়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় অটো চালক অনিককে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুন্সিগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।