মুক্তি পেলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আসলাম চৌধুরী

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
- / ১৭২৪ বার পড়া হয়েছে
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগের কথিত মামলায় বিনা বিচারে ৯ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আসলাম চৌধুরী। সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে দুর্যোগপুর্ণ আবহাওয়া উপেক্ষা করে তাকে স্বাগত জানাতে জেল গেইটের সামনে ভিড় করেন হাজার হাজার নেতাকর্মী। জেল থেকে বেরিয়ে ফুলেল ভালবাসায় সিক্ত হন আসলাম চৌধুরী। ২০১৬ সালের ১৬ মে ঢাকা থেকে গ্রেফতার হন আসলাম চৌধুরী। পরে রাষ্ট্রদ্রোহসহ তার বিরুদ্ধে এতে একে ৭৬টি মামলা দায়ের করা হয়। সব মামলায় জামিন হলেও অবৈধভাবে তাকে আটকে রাখা হয়। সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর মুক্তি পেলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী।