মিয়ানমারে চলমান গোলাগুলি ও উত্তেজনায় আতঙ্ক সীমান্ত এলাকায়

- আপডেট সময় : ০২:০০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারে চলমান গোলাগুলি ও উত্তেজনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্ত এলাকায়। কি হতে চলেছে এমন অজানা আতঙ্কে নির্ঘুম রাত পার করছে সীমান্তে বসবাসকারী বাংলাদেশী ও রোহিঙ্গারা। কয়েকদিন সীমান্তের ওপারে গোলাগুলি বন্ধ থাকলেও আজ থেকে আবারো শুরু হয়েছে গোলাগুলি। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৩’শ পরিবারকে সরিয়ে নেয়ার চিন্তা ভাবনা করছে প্রশাসন। ইতোমধ্যে সরিয়ে নেয়া হয়েছে সীমান্ত এলাকার একটি এসএসসি পরীক্ষা কেন্দ্র।
একমাসেরও বেশি সময় ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশ ফাঁড়ি বিওপির সীমান্তে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সংঘর্ষ ও গোলাগুলি চলছে। মাঝে ৩/৪দিন বন্ধ থাকার পর আবারো গোলাগুলি শুরু হয়েছে। এতে আতংকিত হয়ে পড়েছে সীমান্তে বসবাসরত মানুষ।
এদিকে বান্দরবান জেলা জেলা প্রশাসকসহ প্রশাসনের উধ্বতন কর্মকর্তারা নাইক্ষংছড়ি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। সীমান্তে বসবাসকারী তিন শতাধিক পরিবারকে সরিয়ে নেয়ার চিন্তা ভাবনা চলছে বলে জানিয়েছে প্রশাসন। তবে আশেপাশে আশ্রয় কেন্দ্র না থাকায় তা এখনই বাস্তবায়ন সম্ভব না বলে জানান সংশ্লিষ্টরা।
সীমান্তে উত্তেজনার পর থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির টহল বাড়ানো হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা নজরদারি।
অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে বসবাসকারী লোকজনদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে প্রশাসন। পাশাপাশি চলাচলে আরোপ করা হয়েছে বিধিনিষেধ।