মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার শুনানি শুরু ডিসেম্বরে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার শুনানি শুরু হবে ডিসেম্বরে।
আন্তর্জাতিক বিচার আদালতের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। আইসিজে এক বিবৃতিতে জানায়, আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এই মামলায় গণশুনানি করা হবে। এ সময় গাম্বিয়াকে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের কথা বলা হয়েছে। ওআইসির পক্ষ হয়ে গেলো সপ্তাহে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে আফ্রিকার দেশ গাম্বিয়া। তবে আন্তর্জাতিক বিচার আদালতের তদন্ত প্রত্যাখ্যান করে মিয়ানমার।