মিশরে একটি মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১৬ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৮:২১ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
- / ১৬২৩ বার পড়া হয়েছে
মিশরে সিনাই উপদ্বীপে একটি মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হন ১৮ জন।
দক্ষিণাঞ্চলীয় সিনাই উপদ্বীপের টর শহরের সঙ্গে সুয়েজ শহরের সংযোগ স্থাপনকারী একটি সড়কে ওই দুর্ঘটনা ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ঘটনাস্থলে কমপক্ষে ১৩টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। আহতদের দক্ষিণাঞ্চলীয় সিনাইয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিশরে প্রায় প্রতি বছরই হাজার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। দুর্বল পরিবহন ব্যবস্থা, দ্রুত গতি, রাস্তার দুরাবস্থা এবং ট্রাফিক আইন মেনে না চলায় প্রায়ই এমন মারাত্মক দুর্ঘটনা ঘটছে।