মিতু হত্যা মামলায় পিবিআইয়ের তদন্তে নারাজি বাবুলের

- আপডেট সময় : ০৪:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের আলোচিত মিতু হত্যা মামলায় পিবিআইয়ের তদন্তের ওপর নারাজি দিয়েছেন মামলার প্রধান আসামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার।
দুপুরে নারাজি আবেদনের ওপর শুনানী করতে সাবেক এসপি বাবুলকে তোলা হয় ৬ষ্ঠ মহানগর ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে। শুনানী শেষে আগামী ৩ নভেম্বর আদেশ দেয়ার দিন ধার্য করেছে আদালত। ২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর জিইসির মোড়ে দুবৃত্ত্বদের হামলায় নিহত হন বাবুল আক্তারের স্ত্রী মাহমিদা খানম মিতু। ওই দিনই বাদী হয়ে নগরীর পাচলাইশ থানায় মামলা করেন বাবুল। কিন্তু পরবর্তিতে অধিকতর তদন্তে হত্যাকান্ডের সঙ্গে বাবুলেরই সংশ্লিষ্টতা পায় পিবিআই। পড়ে মিতুর পিতা বাদী হয়ে আরেকটি মামলা করেন। যে মামলায় গ্রেফতার হয়ে এখন কারাগারে আছেন বাবুল।কারাগার থেকেই পিবিআইয়ের তদন্তের ওপর নারাজি দেন তিনি। আইনজীবীদের দাবি, এক ঘটনায় দুটি মামলা আর প্রথম মামলার বাদী প্রধান অভিযুক্ত হওয়ায় আইনগত জটিলতা তৈরী হয়েছে। সেই সুযোগ নিতেই চার্জশীটের ওপর নারাজি দিয়েছেন বাবুল।