মার্কিন শুল্ক ২০ শতাংশে নেমে আসায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি

- আপডেট সময় : ১১:০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ১৫১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ২০ শতাংশে নেমে আসায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। নতুন এই শুল্ক আরোপ বাংলাদেশের পোশাক খাতে নতুন সম্ভাবনা হতে পারে মন্তব্য করে পোশাক শিল্প মালিকরা বলছেন প্রতিযোগী বিভিন্ন দেশ থেকে সরে অনেক ক্রেতা অর্ডার দিচ্ছেন বাংলাদেশে, যা আগামীতে আরও বাড়বে। এ সুযোগ কাজে লাগালে দেশের রপ্তানি আয় বাড়ানো সম্ভব হবে।
গেলো অর্থ বছরে দেশের মোট পোশাক রপ্তানি হয় ৩৯ বিলিয়ন মার্কিন ডলারের। যার মধ্যে সাড়ে ৭ বিলিয়ন হয়েছে যুক্তরাষ্ট্রে। অর্থাৎ দেশের পোশাক রপ্তানির প্রায় ১৫ শতাংশেরই গন্তব্য আমেরিকার বাজার।
পোশাক শিল্প মালিকরা বলছেন, বাংলাদেশের প্রধান দুই প্রতিযোগী চীনের ওপর ৩০ শতাংশ ও ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যেখানে বাংলাদেশের ওপর হয়েছে ২০ শতাংশ। এ অবস্থায় দেশের পোশাক শিল্পের বহুমুখী রপ্তানি বাড়ার সম্ভাবনা দেখছেন শিল্প মালিকরা।
শিল্প মালিকরা বলছেন, ক্রেতা আর্কষণের মোক্ষম সুযোগ এখনই। নতুন করে ক্রয়াদেশ বাড়লে বন্ধ পোশাক কারখানা চালুর পাশাপাশি কর্মসংস্থান তৈরির সম্ভাবনাও বাড়বে।
বৈশ্বিক পোশাকের বাজারে চ্যালেঞ্জ মোকাবেলা ও বাংলাদেশের শক্ত অবস্থান তৈরি করতে পোশাক খাত সংশ্লিষ্টদের সাথে সরকারের আলোচনা করে আরো সুদূর প্রসারী পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ীরা।