মানিকগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মা-ছেলেসহ তিন যাত্রী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৪:২০ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের মূলজান এলাকায় ঢাকামুখী ভিলেজ লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মা-ছেলেসহ তিন যাত্রী নিহত হয়েছে।
দুপুরে ঢাকামুখী ভিলেজ লাইন পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মা-ছেলেসহ আরেক ব্যক্তি নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরো ১৫ জন। নিহতরা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের হাসনা বেগম ও তার ছেলে হাফিজুল ইসলাম। একই দুর্ঘটনায় নিহত আরেক ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
টাঙ্গাইলের সখীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দু’জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে আম গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। অন্যদিকে, সখীপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।