মানিকগঞ্জে প্রায় দেড় হাজার এইচএসসি পরীক্ষার্থী পেলো করোনার টিকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
- / ১৬০৪ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে প্রায় দেড় হাজার এইচএসসি পরীক্ষার্থী পেলো করোনার টিকা। সকাল থেকে শুরু হওয়া টিকাদান কার্যক্রম চলে বিকেল ৪টা পর্যন্ত।
কার্যক্রমের উদ্বোধন করেন মানিকগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। জানান, সব শিক্ষার্থীদের ফাইজার টিকা দেয়া হয়। গত ১৪ অক্টোবর মানিকগঞ্জের ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ১১২ জন শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়। ডা. লুৎফর রহমান জানান, সকালে ১ হাজার ৫৪২ জনকে টিকা দেয়া হয়। এর আগে ১২ থেকে ১৭ বছর বয়সী ৩ হাজার ৩৭৬ শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে।


















